এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির “স্টার লাইন” বাসের চাপায় সিএনজি চালক, মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সকালে বেগমগঞ্জ থেকে ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।
বাসের যাত্রী মমিন জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও সে কারো কথায় কর্ণপাত করেনি।
স্থানীয়রা জানায়, সিএনজি চালক জসিম তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রীসহ বাড়ি থেকে ভাত নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলো। যাত্রা পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের তিনজন মারা যায়। বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকার রাস্তা এক পাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে রাস্তা পার হয়। এজন্য এই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে সিএনজি চালক তার মাকে নিয়ে গ্রামের বাড়ি দোকান ঘর থেকে তার এক আত্মীয় বাড়ি যাচ্ছিল সেসময় ফেনী থেকে আসা ষ্টার লাইনের এক বাস চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। উত্তেজিত জনতা বাসটিকে খালে ফেলে দেয়।







