ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন। এরমধ্যে ঈদের দ্বিতীয় দিন থাকছে একটি সিনেমা , একটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
চলচ্চিত্র
ঈদুল আজহার দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে বাংলা চলচ্চিত্র ‘আশীর্বাদ’। রোশান ও মাহিয়া মাহি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফিজুর রহমান মানিক। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রোশান-মাহি ছাড়াও অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।
টেলিফিল্ম
ভিকি জাহেদের পরিচালনায় এদিন থাকছে টেলিফিল্ম ‘তিথিডোর’। বিশেষ এই টেলিছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবীন চৌধুরী। এটি এই ঈদে মেহজাবীন অভিনীত একমাত্র কাজ। টেলিছবিতে আরো আছেন প্রান্তর দস্তিদার, আবুল হায়াত, শামীমা নাজনীন, রকি খান প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ২টা ৩০ মিনিটে দর্শক একটি দেখতে পারবেন।
ভিকি জাহেদের পরিচালনায় এদিন থাকছে টেলিফিল্ম ‘তিথিডোর’। বিশেষ এই টেলিছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবীন চৌধুরী। এটি এই ঈদে মেহজাবীন অভিনীত একমাত্র কাজ। টেলিছবিতে আরো আছেন প্রান্তর দস্তিদার, আবুল হায়াত, শামীমা নাজনীন, রকি খান প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ২টা ৩০ মিনিটে দর্শক একটি দেখতে পারবেন।
নাটক
ঈদুল আযহার দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘নয়নতারা’। রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।
একই দিনে আছে নাটক ‘পোকা দিয়ে পোকা ধরা’। সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটকটি রচনা করেছেন মাসুম রেজা।অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাঈমা আলম মাহা, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান, আলতাব উদ্দিন, রিপন প্রমুখ। এটি দেখা যাবে রাত ৯টা ৩৫ মিনিটে।
ছোটকাকু সিরিজের নতুন ধারাবাহিক ‘‘হবিগঞ্জের হরবোলা’
ফরিদুর রেজা সাগর এর ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হবিগঞ্জের হরবোলা’ দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এটি নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন।








