
পবিত্র ঈদুল আজহা ও কুয়েতের উষ্ণ আবহাওয়ায় প্রচণ্ড খরতাপের কারণে এবছর প্রায় দুই লাখ আশি হাজারের ও বেশি প্রবাসী নিজ নিজ দেশে ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন।
কুয়েতের সিভিল অ্যাভিয়েশন পরিচালক (অপারেশন) মনসুর আল হাশেমী চলতি মাসে প্রায় দুই লাখ আশি হাজারের ও বেশি যাত্রীর বিমান যাত্রার করার কথা জানান। কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমসে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
মনসুর আল হাশেমী জানান, চলতি মাসের ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয়দিনব্যাপী ২ লাখ ৮০ হাজার প্রবাসী যাত্রীদের আগমন এবং প্রস্থানের জন্য সর্বোচ্চ ২১১৬টি বিমানের ব্যবস্থা করা হবে।
তিনি এই ব্যস্ত মওসুমে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ও অননুমোদিত গাড়ি প্রবেশ বন্ধ করে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন।
বিজ্ঞাপন