যশোরের উদীচীর সম্মেলনে নৃশংস বোমা হামলার ২৪ বছর
যশোরের উদীচীর দ্বাদশ সম্মেলনে নৃশংস বোমা হামলার ২৪ বছর হলো আজ। ১৯৯৯ সালের এই দিনে যশোর টাউন হল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হন ৫০ জনের বেশি। দুই যুগেও বর্বরোচিত ওই হামলার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন এবং আহতরা। আকরামুজ্জামানের রিপোর্ট।