শহুরে তরুণদের কাছে ক্রেজ ‘মেঘদল’। পরাবাস্তব শহর নগরের কথা তাদের গানের পরতে পরতে। নেফারতিতি, আকাশ মেঘে ঢাকা, নির্বাণ, না বলা ফুল, তবু, শহুরে জোনাক, পাথুরে দেবী ও এসো আমার শহরসহ বহু শ্রোতাপ্রিয় গান তাদের ঝুলিতে।
দেশের জনপ্রিয় এই ব্যান্ড বাইশ বছর পূর্ণ করলো বুধবার (২২ জানুয়ারি), পা রাখলো তেইশ বছরে। ২০০৩ সালের এই দিনেই আনুষ্ঠানিকভাবে ‘মেঘদল’ গঠিত হয়।
যদিও তারও বছর তিনেক আগে থেকেই বেনামে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলার বিভিন্ন অনুষ্ঠানে গাইছলেন তিন বন্ধু শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন এবং মাসুদ হাসান উজ্জ্বলরা। তবে আনুষ্ঠানিকভাবে ‘মেঘদল’ যাত্রা করে ২২ জানুয়ারি ২০০৩ সালে!
বাইশ বছর পূর্ণ হওয়ায় ‘মেঘদল’ নিয়ে কিছুটা স্মৃতিকাতর দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল শিবু কুমার শীল। এদিন ফেসবুকে শিবু লিখেন, “২২ বছর খুব একটা বেশি সময় না গান-বাজনার জন্য। মেঘদলের সাঙ্গীতিক যে যাত্রা তাতে এই সময়টুকু যেনো চোখের পলকেই ফুরালো। টেরই পাইনি কখন যুবক থেকে মধ্য বয়সে এসে ঠেকেছি আমরা।”
তিনি লিখেছেন,“আমাদের গানের বাণী-সুর যারা ভালোবেসে শুনছেন তারাও আমাদের এই অভিযাত্রার সমান অংশীদার। তারাও বেড়ে উঠছেন আমাদের গানের সাথে, সময়ের সাথে। শূন্য দশকের শুরুর দিকে আমরা এক দল তরুণ প্রাণ জড়ো হয়েছিলাম সময়ের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে। আমাদের আত্মার পিপাসা মেটাবো বলে কেউ হাতে তুলে নিয়েছিল বিষের বাঁশি, মাথা গরম গিটার, ড্রামস ইত্যাদি। কেউ কেউ চেঁচিয়ে উঠেছিলাম নিজেদের দহন আর গর্জন নিয়ে। হয়ত সেখানে সুরের খামতি ছিল। তেমন পেশাদার হয়ত ছিলাম না। গানগুলো হয়ত নিছক আর্তনাদ হয়ে উঠেছিল তবু দমে যাইনি আমরা। লিখে চলেছি সময়ের দিনলিপি।”
বাইশ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শিবু কুমার লিখেন,“নিজেদের ব্যর্থতা, প্রাপ্তি, লড়াই নানাবিধ সংঘাত আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে সর্বদা। যারা সমালোচক, যারা মুগ্ধ শ্রোতা উভয়ই আমাদের নমষ্য চিরকাল। আমাদের যাপিত জীবনই ঠিক করে দেয় আগামীকালের সুর। দুই দশক পেরিয়ে তিন দশকের এই যাত্রায় আমরা সকল বন্ধু শুভানুধ্যায়ীদের সাথে পাবো সে আশা করতেই পারি। অ্যালুমিনিয়াম এর ভারি ডানা উড়তে পারে না জানি তবে উড়বার বাসনা কে কেড়ে নিয়েছে কবে। মেঘদলের ২২ বছর বর্ষপূর্তিতে সকলকে জানাই ভালোবাসা আর রক্তিম অভিবাদন।”








