
মার্কিন যুক্তরাষ্টের এক ব্যক্তির বাসার গ্যারেজ থেকে ২০টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সাপ অপসারণ পরিষেবা ‘র্যাটলস্নেক সলিউশনের’ মারিসা মাকি এই সাপগুলো খুঁজে পান। গ্যারেজে রাখা হিটারের পেছনে কুণ্ডলী পাকানো অবস্থায় সাপগুলোকে পাওয়া যায়। তিনি জানিয়েছেন, উদ্ধার করা সাপগুলোর মধ্যে পাঁচটি প্রাপ্তবয়স্ক ওয়েস্টার্ন ডায়মন্ডব্যাক এবং ১৫টি বাচ্চা। প্রাপ্তবয়স্কদের মধ্যে একটি সাপ গর্ভবতী ছিল।
তিনি বলেন, অনেক সাপ ছিল সেখানে। একসাথে এতো সাপ দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন। এটি ছিল পাগল করার মত একটি ঘটনা। এর আগে একসাথে এত বেশি সাপ তিনি কখনোই খুঁজে পাননি।
সাপগুলোকে উদ্ধারের পর প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে।