চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইউক্রেনের হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরের একটি হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন নিহত এবং দুই শিশুসহ ২৩ জন আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কথা নিশ্চিত করে বলেছেন, কর্তৃপক্ষ হাসপাতালটি থেকে অন্যান্যদের উদ্ধারে কাজ করছে।

Bkash July

তিনি টুইটারে এ হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছেন।

আঞ্চলিক গভর্নর শেরহি লিসাক জানান, ক্ষেপণাস্ত্র হামলায় ৬৯ বছর বয়স্ক এক ব্যক্তি নিহত হয়েছেন। আরেকজনের মৃতদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। আহত ২৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

Reneta June

ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করেছে, রাশিয়া থেকে রাতভর ছোড়া ১৭ টি ক্ষেপণাস্ত্র এবং ৩১ টি ড্রোন তারা ভূপাতিত করেছে।

Labaid
BSH
Bellow Post-Green View