এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর জগতবেড় এলাকার মুরাদ হোসেন (৪২) ও চররমনী মোহনের চর আলী হোসেন গ্রাামের আনোয়ার হোসেন (৪৬)।
সোমবার ২০ জানুয়ারি দুপুরে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল মহাসড়কের জগতবেড় এলাকায় ঘটনাটি ঘটে।
এই ঘটনায় গুরুতর আহত আজাদ হোসেন (৪৫) এবং ব্যাটারিচালিত রিকশাচালক খোকনকে (৪০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা যোগে দুপুরে সেচ প্রকল্পের প্রশিক্ষণ নেয়ার জন্য মজুচৌধুরী লঞ্চঘাট এলাকায় যাচ্ছিলেন তারা। এ সময় পেছন থেকে এসে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এদের মধ্যে মুরাদ ঘটনাস্থলেই মারা যান। আনোয়ার এবং রিকশাচালককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর আনোয়ারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।
সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদেকুল ইসলাম হতাহতের কথা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের পাকড়াও করার অভিযান চলছে।








