এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
রোববার (২৫ মে) রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কসবা পুলিশ।
আহতরা হলেন খাদলা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)।
আহত দু’জনই বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত হলেও আতঙ্ক কাটেনি পরিবার ও স্থানীয়দের মাঝে।








