এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চাঁদা না দেয়ায় রাজধানীর মিরপুরের সেনপাড়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার তাদের থানায় হস্তান্তর হয়েছে।
তবে এ ঘটনার মূল অভিযুক্ত গাংচিল বাহিনীর পিন্টু এখনো পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রথামকিভাবে নাশকতা মনে হলেও অভিযোগ রয়েছে, গত ৬ মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো পিন্টু গ্রুপের নেছারসহ কয়েকজন। চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে বাসটিতে আগুন দেয় তারা। এছাড়া, চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে।
এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী। কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।
এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেয় অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো একটি মহল।
এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এ জন্যেই এমন ঘটনা ঘটে বলে দাবি তাদের।








