এই খবরটি পডকাস্টে শুনুনঃ
১৭০ বছরের পুরনো ব্রিটিশ ডানপন্থী সংবাদপত্র দ্য টেলিগ্রাফ অবশেষে বিক্রি হতে চলেছে মার্কিন বিনিয়োগ গোষ্ঠী ‘রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স’ এর কাছে। চুক্তিটির মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড, যা মার্কিন ডলারে ৬৭০ মিলিয়ন ডলারের সমপরিমাণ। শুক্রবার রেডবার্ড এবং টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি) যৌথভাবে এই চুক্তির কথা ঘোষণা করে।
ফরচুন জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে রেডবার্ড টিএমজির একক মালিকানায় অধিকার পেতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির আওতায় রয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকার মুদ্রণ ও অনলাইন কার্যক্রম, যা ১৮৫৫ সাল থেকে পাঠকদের কাছে জনপ্রিয়।
দীর্ঘ দুই বছর ধরে চলমান এই বিক্রয় প্রক্রিয়া নানা চ্যালেঞ্জে জর্জরিত ছিল, যার মধ্যে ছিল যুক্তরাজ্যের পূর্ববর্তী রক্ষণশীল সরকারের হস্তক্ষেপ এবং জাতীয় স্বার্থ রক্ষায় উদ্বেগ। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের শেষ দিকে রেডবার্ড ও আবুধাবিভিত্তিক আইএমআই কনসোর্টিয়াম টিএমজি অধিগ্রহণে আগ্রহ দেখালেও, আবুধাবির সংবাদপত্র সেন্সরশিপ ইস্যু ঘিরে বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই কারণে আগের সরকার চুক্তিটি পুনর্বিবেচনার উদ্যোগ নেয়।
রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স জানিয়েছে, তারা দ্য টেলিগ্রাফের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। এতে ডিজিটাল সম্প্রসারণ, সাবস্ক্রিপশন মডেল এবং সাংবাদিকতার মানোন্নয়নে বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকবে। প্রতিষ্ঠানটি বলেছে, আমরা দ্য টেলিগ্রাফকে আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এর ঐতিহ্যবাহী সম্পাদকীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে চাই।
এছাড়া, মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা যুক্তরাজ্য-ভিত্তিক নির্ধারিত সংখ্যালঘু বিনিয়োগকারীদের সাথেও অংশীদারিত্ব গঠনের বিষয়ে আলোচনা করছে, যারা প্রিন্ট মিডিয়ার কার্যক্রমে দক্ষ এবং সংবাদপত্রটির আদর্শে বিশ্বাসী।







