লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় আরও ১৬ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণহানি পৌঁছেছে প্রায় তিন হাজারে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। এছাড়া সিরিয়ার বিভিন্ন স্থানেও হামলা চালিয়েছে ইসরায়েল।
আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দামেস্কের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যায়। তবে, সেখানে হতাহতের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর মুখপাত্র স্টিফানি ডুজারিক বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে গাজায় সীমিত আকারে মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে। এরফলে গাজার উত্তরাঞ্চলে মানবিক সংকট প্রকট হয়ে উঠেছে। ওই অঞ্চলের মানুষের ভাগ্যে কি ঘটছে তা-ও জানা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।








