চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১৫০ আসনে ইভিএমে ভোট হচ্ছে না: ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সরকারের আর্থিক দিক বিবেচনা করে ইভিএম প্রকল্পের অনুমোদন স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে পুরনো ইভিএম দিয়ে ৫০ থেকে ৬০টি আসনে ভোট করা যাবে কি-না সেই বিষয়েও এখনো কোন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।

ইসি সচিব আরও বলেন, কতগুলো আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা রয়েছে এবং ইভিএমের উপযোগিতা আছে এ নিয়ে বৈঠকে কমিশন সিদ্ধান্ত নেবে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মঙ্গলবার বেলা দু’টায় স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাত করবেন বলে জানিয়েছেন ইসি সচিব।