পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৫০ জন।
গালফ নিউজ জানিয়েছে, আজ রোববার করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহের সরহরি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
হাজারা এক্সপ্রেসটি করাচি থেকে অ্যাবোটাবাদ যাচ্ছিল বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তা মহসিন সিয়াল। তিনি বলেন, উদ্ধারকারী দল ও পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রেলওয়ের বিভাগের সুপারিনটেনডেন্ট শুক্কুর মাহমুদুর রহমান জানান, উদ্ধার তৎপরতায় যোগ দিতে একটি ট্রেন লোকো শেড রোহরি থেকে ঘটনাস্থলে যাচ্ছে। সাইটে পৌঁছাতে অন্তত তিন ঘণ্টা সময় লাগবে।
তিনি বলেন, দুর্ঘটনার কারণে আপ ট্র্যাকে যান চলাচল বন্ধ রয়েছে।








