চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সৌদিতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৪

সৌদি আরবে ওমরাহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহতদের শনাক্তে কাজ চলছে। সর্বশেষ তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ১৪ জন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। এছাড়াও ১৭ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানা গেছে। 

বুধবার ২৯ মার্চ জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল এই তথ্য নিশ্চিত করেন।

Bkash July

এছাড়াও জানানো হয়েছে, কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হকের নির্দেশে কনস্যুলেটের একটি টিম নিহতদের শনাক্ত এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করছেন।

এখন পর্যন্ত নিহত ১৪ বাংলাদেশি হলেন-
১. শহিদুল ইসলাম। পিতা- মো. শরিয়ত উল্লাহ, সেনবাগ, নোয়াখালী।
২. মামুন মিয়া। পিতা- আব্দুল আওয়াল, মুরাদনগর, কুমিল্লা।
৩. মোহাম্মদ হেলাল, নোয়াখালী।
৪. সবুজ হোসাইন, লক্ষ্মীপুর।
৫. রাসেল মোল্লা, মুরাদনগর, কুমিল্লা।
৬. মো. আসিফ, মহেশখালী, কক্সবাজার।
৭. মো. ইমাম হোসাইন রনি। পিতা- আব্দুল লতিফ, টঙ্গী, গাজীপুর।
৮. রুকু মিয়া। পিতা- কালু মিয়া, চাঁদপুর।
৯. গিয়াস উদ্দিন, কুমিল্লা দেবিদ্বার।
১০. শেফায়েত উল্লাহ, মহেশখালী, কক্সবাজার।
১১. নাজমুল হাসান, কোতোয়ালি যশোর।
১২. রনি। পিতা- ইস্কান্দার, যশোর।
১৩. মো. হোসেন, কক্সবাজার।
১৪. তুষার মজুমদার, নারায়ণপুর, চাঁদপুর।

Reneta June

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন
১. সালাহউদ্দিন। পিতা- আবুল বাশার, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
২. আল আমিন, বোরহানউদ্দিন, ভোলা।
৩. মিনহাজ। পিতা- সিরাজুল্লাহ, রায়পুরা, লক্ষীপুর।
৪. জুয়েল। পিতা- মো. জয়নাল, কচুয়া, চাঁদপূর।
৫. আফ্রিদি মোল্লা। পিতা- জাকির মোল্লা, শালিকা, মাগুরা।
৬. মো. রিয়াজ। পিতা- আবু সাইদ, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর।
৭. আব্দুল হাই। (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।)
৮. রানা। (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।)
৯. মো. সেলিম। (পাসপোর্ট নং- এ০৩৪৫৯৫৭১)।
১০. দেলোয়ার হোসাইন। পিতা- আইয়ুব আলী, লাকসাম, কুমিল্লা।
১১. হোসাইন আলী। (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।)
১২. কুদ্দুস। (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।)
১৩. মোহাম্মদ শাহাবুদ্দিন। পিতা- আব্দুল লতিফ, সেনবাগ, নোয়াখালী।
১৪. ইয়ার হোসাইন। পিতা- আব্দুল মালেক, মুরাদনগর, কুমিল্লা।
১৫. মো. জাহিদুল ইসলাম। পিতা- মো. জজ মিয়া, মুরাদনগর, কুমিল্লা।
১৬. মিজানুর রহমান। পিতা- ফজলুর রহমান, মোহাম্মদপুর, মাগুরা।
১৭. মো. মোশাররফ হোসাইন। পিতা- কাজী আনোয়ার হোসাইন, সদর, যশোর।

Labaid
BSH
Bellow Post-Green View