সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম
চ্যানেল আইয়ের ঈদ আয়োজন
টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত

দুদিন পরেই ঈদুল আযহা। দর্শকদের সাথে ঈদের এই আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৩ টেলিফিল্ম।
টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত:
ঈদের দিন: টেলিফিল্ম ‘কিডনী’। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে জিয়াউল হক পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, শরীফ আহমেদ জীবন প্রমুখ। টেলিছবিটি দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে ‘রুচির দুর্ভিক্ষ’। রচনা ও পরিচালনায় কচি খন্দকার প্রমুখ। অভিনয়ে মামুনুর রশীদ, মনিরা মিঠু, চাষী আলম, মুসাফির সৈয়দ, কচি খন্দকার প্রমুখ।
ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘আঁধার’। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে তৌসিফ মাহববু, তানজিন তিশা প্রমুখ।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘ভাইয়ের ঝামেলা আছে’। রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনায় জয়ন্ত রোজারিও। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখবেন টেলিফিল্ম ‘দ্য রাইটার’। ইজাজ আহমেদ মিলনের রচনায় এটি পরিচালনা করেছেন আহসান হাবিব আকিক। অভিনয়ে ইমন, জাকিয়া বারী মম প্রমুখ।
ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘ফিমেল ৩’। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল প্রমুখ। দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
বিজ্ঞাপন
একই দিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে টেলিফিল্ম ‘মিশন জ্যাকপট’। রচনা ফাহরিয়ান চৌধুরী তন্ময়। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি প্রমুখ।
ঈদের ৫ম দিন: টেলিফিল্ম ‘ভাইব’ প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। রচনা দয়াল সাহা ও পরিচালনায় সানজিদ খান প্রিন্স। অভিনয়ে জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি, রকি খান, রুম্পা, মৌ শিখা প্রমুখ।
একই দিন বিকেল সাড়ে ৪টায় রয়েছে টেলিফিল্ম ‘হ্যান্ডস আপ’। রচনা মামুন চৌধুরী রিপন। পরিচালনায় গোলাম হাবিব লিটু। অভিনয়ে শ্যামল, অনিন্দিতা মিমি, মুকুল সিরাজ, নরেশ ভুঁইয়া প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘ছদ্মবেশী তোমায় ভালবাসি’। রচনা নাহিদুল ইসলাম। পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে সাদিয়া আয়মান, সোহেল মন্ডল, নাদিয়া আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
এদিন বিকেল সাড়ে ৪টায় রয়েছে টেলিফিল্ম ‘বউ চোরা বক্কর’। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। অভিনয়ে জাহিদ হাসান, আইরিন আফরোজ, শফিক খান দিলু প্রমুখ।
ঈদের ৭ম দিন: টেলিফিল্ম ‘গলার কাঁটা’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে জুনায়েদ বাগদাদী, রিয়া আফরিন, তারিক আনাম খান প্রমুখ।
এদিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে ‘সমাজপতি’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক প্রমুখ।
বিজ্ঞাপন