চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে কথাগুলো এর আগে বলেননি মৌসুমী!

চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এরইমধ্যে সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। সম্প্রতি জয়ের এই ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী।

সাম্প্রতিক বেশকিছু বিষয় সহ ক্যারিয়ার ও যাপিত জীবন নিয়ে অনুষ্ঠানে জয়ের নানা প্রশ্নের উত্তর দেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির এই নায়িকা। অনুষ্ঠানের শেষে মৌসুমীর উদ্দেশে জয় বলেন,‘আমি এবং ক্যামেরাম্যান সহ সবাই এখান থেকে উঠে যাবো। ক্যামেরা চলতে থাকবে, আপনি শুধু একা ক্যামেরার দিকে তাকিয়ে এমন কথাগুলো বলবেন, যা এর আগে কখনও বলেননি।’

এটা বলেই জয়কে এসময় উঠে যেতে দেখা যায়। ক্যামেরার দিকে তাকিয়ে এসময় মৌসুমী বেশ কয়েকটি ইচ্ছার কথা বলেন। প্রথমে মৌসুমী বলেছেন, ‘প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে এসময় মৌসুমী বলেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।’

সমস্ত ছবি ডিলিট করে দেয়ার আহ্বান জানিয়ে মৌসুমী এসময় আরও বলেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদা ভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোন কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবি গুলো জমা দেয়া হবে, এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’

ভক্তদের উদ্দেশে সব শেষে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘এছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন আমার কিছু সাংগঠনিক ভাবে মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার উদ্দেশ্য রয়েছে আমার সব ভক্তদের অনুরোধ করবো এটাকে সব সময় সচল রাখার জন্য।’

সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় ইতোমধ্যেই জয়ের ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝন্টু, বাঁধন, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ডিআইজি হারুন, মামুনুর রশীদ সহ অনেকেই।

Labaid
BSH
Bellow Post-Green View