
ইটালিতে প্রবল বৃষ্টি থেকে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৩ জনের মৃত্যু, ঘরবাড়ি ছেড়ে গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।
বিবিসি জানিয়েছে, ইটালির ২০টির বেশি নদীর তীর ভেঙে যাওয়ায় ৩৭টি শহর ও বিভিন্ন এলাকায় ২শ’ ৮০টি ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির এমিলিয়া-রোমাইয়া অঞ্চলে ১৩ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্য স্থানে চলে গেছেন।
এছাড়াও ভয়াবহ বন্যায় বোলোনিয়ায় একটি সেতু ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক। স্থগিত করা হয়েছে রেল সেবাও। চলতি মাসের শুরুর দিকে ইতালির এমিলিয়া-রোমানিয়া অঞ্চলে প্রবল ঝড় এবং বৃষ্টির কারণে দুই জন মারা যায়।