এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শেরপুওে নালিতাবাড়ী উপজেলার পানিহাত সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১১ অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। আটককৃতদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, মোবাইল ফোন ও বাংলাদেশি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ মে) ভোর সোয়া পাঁচটার দিকে বিজিবি’র ৩৯/সি কোম্পানির রামচন্দ্রকুড়া বিওপির রাত্রিকালীন টহল জওয়ানরা তাদের আটক করে। পরে আজ রোববার (১ জুন) দুপুরে আটককৃতদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হলে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুমড়ী গ্রামের ছন্দার পমাল্যার ছেলে মো. আবুল কালাম (৩৪), মৃত মিন্ট শেখের মেয়ে মোছা. আল্পনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), তার স্ত্রী রোকেয়া বেগম (২৭), তাদের ৫ মাস বয়সী ছেলে লিমন শেখ ও মেয়ে ছামিয়া। কালিয়া উপজেলার ভোমবাগ গ্রামের দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), তার স্ত্রী নাসরিন বেগম (২৩) ও ছেলে ইরফান মোল্লা (৫ মাস)। খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা. লিচি বেগম (৪৮) এবং ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)।
বিজিবি’র ৩৯/সি কোম্পানির কমান্ডার হাবিলদার মো. নাজমুল হুদা বাদী হয়ে আটক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট অধ্যাদেশ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় সোপর্দ করেছেন।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার বিকেলে একটি মামলা করেছে বিজিবি। রোববার দুপুরে আসামিদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।








