মেক্সিকোতে এক বারে নারীদের প্রতি অশালীন আচরণের জন্য এক ব্যক্তিকে বের করে দেয়া হয়। সেই ব্যক্তি আবার বারে ফিরে গিয়ে অগ্নিসংযোগ করেন এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন।
শনিবার (২২ জুলাই) কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোর সোনোরা রাজ্যের উত্তরাঞ্চলীয় রাজ্য সান লুইস রিও কলোরাডো শহরে শুক্রবার থেকে শনিবার রাতভর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সোনোরার রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, আক্রমণকারীকে মহিলাদের সাথে অসম্মানজনক আচরণ করার জন্য বার থেকে বের করা হয়েছিল এবং তারপরে সেই ব্যক্তি ফিরে এসে একটি জ্বলন্ত মোলোটভ ককটেলবস্তু নিক্ষেপ করে যাতে আগুন লেগে যায়। কর্তৃপক্ষ হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছে।
বিজ্ঞাপন