চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরও ১০৯টি হাই-টেক পার্ক স্থাপন করা হবে

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১০৯টি হাই-টেক পার্ক স্থাপনের স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এসব আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করবে।

বাজেট ববক্তৃতায় বলা হয়েছে, তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কুয়েটে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার ও শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইটি ইন্ডাস্ট্রির জনবলের চাহিদা বিবেচনা করে আগামী ২০২৫ সালের মধ্যে ৬০ হাজার ৬৮০ জন এবং ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।’

ইতোমধ্যে ৩৭ হাজার ৮০০ জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলেও জানানো হয় বাজেট ববক্তৃতায়।

আরও বলা হয়, ১৫১টির অধিক স্টার্টআপকে ১ বছর মেয়াদি ইনকিউবেশন সুবিধা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত পার্কসমূহে পুরোদমে ব্যবসায়িক কার্যক্রম চালু হলে আগামী ২০২৫ সালের মধ্যে ৫২ হাজার তরুণ- তরুণী এবং ২০৩০ সালের মধ্যে ২ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করা হয়েছে বাজেট ববক্তৃতায়।