ভিনগ্রহের প্রাণী কি সত্যিই বসবাস করত আমাদের পৃথিবীতে? এই প্রশ্ন নিয়ে সারাবিশ্ব তোলপাড়। সম্প্রতি একটি ঘটনা উসকে দিল সেই প্রশ্নকে। মেক্সিকোতে আবিষ্কৃত হয়েছে পুরনো দুইটি দেহাবশেষ। যার সঙ্গে মানুষের দেহের কোন মিল নেই।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মেক্সিকো সরকারের তরফ থেকে এই দুই দেহাবশেষকে মেক্সিকোর অটোনমাস ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সেখান থেকে রেডিয়োকার্ব পদ্ধতিতে বয়স জানা গিয়েছে দেহগুলোর।

প্রদর্শনীর জন্য এই মৃতদেহগুলোকে মেক্সিকোর সংসদ কক্ষে রাখা হয়েছে। প্রদর্শনী আয়োজকদের দাবি, এই সমাধিস্থ থাকা মৃতদেহগুলো অন্ততপক্ষে এক হাজার বছর পুরনো।
মেক্সিকোর সাংবাদিক মউসান জানিয়েছেন, এই দেহগুলো ২০১৭ সালে পেরুর প্রাচীন কাসকো অঞ্চলের নাজকা লাইনস থেকে উদ্ধার করা হয়েছে। এই প্রাণীদের হাতে তিনটি আঙ্গুল রয়েছে। এদের মাথাগুলো পেছন থেকে অনেকটা বড় ও প্রসারিত।

তবে এই দেহ দুটি সত্যিই এলিয়েনের কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ আগেও এই ধরণের দেহ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে বিশদ পরীক্ষা ও বিশ্লেষণে পাওয়া গিয়েছিল, সেগুলো প্রাচীন আমলের মানব শিশুর মমিকৃত দেহ ছিল।
মউসানের দাবি, দেহগুলো পৃথিবীর বাইরের জগতের কোন প্রাণীর। যাদের সাথে পৃথিবীর কোন প্রাণীর সংশ্লিষ্টতা নেই। আর এই বিষয়ে যে কোনো সংস্থার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করার পথ খোলা আছে।







