চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অবৈধভাবে ইতালি যেতে ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০ জনের মৃত্যু

তিউনিসিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে এক শিশু এবং তিন নারীসহ ১০ জন অভিবাসী মারা গেছেন।

গতকাল শুক্রবার ইতালীয় উপকূলরক্ষীদের সূত্রে বিবিসি এ তথ্য জানায়।

Bkash July

উপকূলরক্ষীরা জানায়, মালি, আইভরিকোস্ট, গিনি, ক্যামেরুন, বুর্কিনা ফাসো এবং নাইজারসহ বিভিন্ন দেশ থেকে আসা ৪২ জনকে উদ্ধার করেছে তারা। সেখানে ছোট মাছ ধরার নৌকায় আট অভিবাসীর মৃতদেহ খুঁজে পায় তারা।

বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, উদ্ধার অভিযান চালানোর আগে চার মাস বয়সী একটি শিশু তার মৃত মায়ের হাত থেকে সমুদ্রে পড়ে মারা যায়। এছাড়া আরও একজন পানিতে তলিয়ে যায় পরে তাকে আর বাঁচানো যায়নি।

Reneta June

নৌকাটি গত সপ্তাহের শেষে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু খুব তাড়াতাড়ি তা নানা ধরণের বিপদজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তবে অতিরিক্ত ঠাণ্ডার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি আবারও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিশাল সংখ্যক অভিবাসীর অবৈধ উপায়ে ইউরোপীয় দেশগুলোতে যেতে চাওয়ার প্রচেষ্টার বাস্তব চিত্রটি তুলে ধরেছে।

একই দিনে ইতালীয় কর্তৃপক্ষ ১৫৬ জনকে বহনকারী আরও তিনটি আঘাতপ্রাপ্ত জাহাজ ইতালীর ল্যাম্পেডুসায় নিয়ে যায়।

ISCREEN
BSH
Bellow Post-Green View