মালেশিয়ার এলমিনা টাউনশিপে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সেলাঙ্গর পুলিশ প্রধান কম দাতুক হোসেন ওমর খান জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি রাস্তায় বিধ্বস্ত হয় এবং একটি গাড়ি এবং মোটরসাইকেলকে আঘাত করে।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে।
উড়োজাহাজ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে, উড়োজাহাজটিকে ল্যাংকাউই থেকে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়া হয়েছিল।
সেলাঙ্গর পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, “আমরা জানতে পারেছি ফ্লাইটে অন্তত দুজন ক্রু সদস্য এবং ছয়জন যাত্রী ছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।”
তিনি আরও জানান, “উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে গাড়ির চালক ও মোটরসাইকেল ধাক্কা দিলে আরোহীর মৃত্যু হয়। গাড়ির ভিতরে আরও লোক ছিল কিনা, তা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি।”
সব নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ক্লাং-এর টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে। উড়োজাহাজটিকে একটি বিচক্র্যাফ্ট প্রিমিয়ার আই বা একটি বাণিজ্যিক জেট বলে মনে করা হচ্ছে।








