এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে কুষ্টিয়াগামী গরুবাহী ট্রাকের সাথে পণ্যবাহী একটি পিকআপের সংঘর্ষে বিল্লাল মন্ডল (৫০) নামে এক গরু ব্যবসায়ী মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ৩ টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচররের সন্ন্যাসীচর সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল মন্ডল কুষ্টিয়া জেলা কুমারখালি উপজেলা ঘরেরবাড়ি কৃঞ্চাপুর গ্রামের আজম আলী মন্ডলে ছেলে। এই ঘটনায় হৃদয় (২৫), আলামিন (৩০) ও সোহাগ (১৮) তিনজন আহত হয়।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীদের সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি গরুবাহী ট্রাক ঝিনাইদহগামী একটি পিকআপ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পিকআপ গাড়িতে সমস্যা দেখা দিলে রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সন্ন্যাসীচর সংলগ্ন সড়কের কাছে পিকআপ গাড়িটি থামায় চালক।
এসময় পেছন থেকে কুষ্টিয়াগামী একটি গরুবাহী ট্রাক দ্রুতগতিতে এসে পিকআপে সজোরে ধাক্কা দেয়। গরুবাহী ট্রাক এর পিছনে বসা বিল্লাল মন্ডল ও আরও তিনজন গুরুতর আহত হয়। আহতদের শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে বিল্লাল মন্ডলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।








