এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মেরাজ(২০) নামের একজন নিহত হয়েছে। এসময় মেরাজের পিতা তৈয়ব আলীকে(৪০) কুপিয়ে আহত করা হয়।
মঙ্গলবার ২৬ আগস্ট বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত তৈয়ব আলী আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের তৈয়ব আলীর সাথে একই গ্রামের দুখু মিয়ার ছেলে বাবুর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বেলা ১২টার দিকে আলুকদিয়ায় তুফান মিয়ার গোডাউন সামনে বাবু ২-৩ জনকে সাথে নিয়ে মিরাজ ও তার পিতা তৈয়ব আলীকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।এতে মিরাজ ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের সদর হাসপাতালে পাঠায়।
এদিকে ঘটনার পর পরই হামলাকারী বাবু ও রাজীবকে এই হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র সহ পুলিশ আটক করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, এই হত্যাকান্ডে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।








