এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আজহার হীরা : খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলুটিলার ২০ নং এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝায় ট্রাকের চাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলের চালক মো. ফিরোজ নিহত হন, সে বান্দরবান জেলার লামা সিলাছড়ি এলাকার মো. কামাল এর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. রাকিব কাজী আহত হয়েছেন, সে গোপালগঞ্জ চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে ।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান, সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, খাগড়াছড়ি আলুটিলা ২০ নং এলাকায় দুর্ঘটনা বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।








