এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গাজায় ইসরায়েলের হামলার কারণে গাজায় দেখা দিয়েছে মারাত্মক দুর্ভিক্ষ এবং স্বাস্থ্য ঝুঁকি। এই যুদ্ধপরিস্থিতে গাজায় প্রতি ৩ শিশুর মধ্যে ১ জন শিশু খাদ্যহীন দিন কাটাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।
শনিবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইউনিসেফ যুদ্ধের কারণে গাজার পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইসরায়েল, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সফরের পর শুক্রবার এক বিবৃতিতে ইউনিসেফের মানবিক পদক্ষেপ ও সরবরাহ কার্যক্রমের উপ-নির্বাহী পরিচালক টেড চাইবান বলেন, আজ, ৩ লাখ ২০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। অপুষ্টির সূচক গাজার দুর্ভিক্ষে সীমা ছাড়িয়ে গেছে।
তিনি আরও বলেন, আজ, আমি গাজার দিকে লক্ষ্য রাখতে চাই, কারণ গাজাতেই দুর্ভোগ সবচেয়ে তীব্র এবং যেখানে শিশুরা অভূতপূর্ব হারে মারা যাচ্ছে।
টেড চাইবান বলেন, আমরা এখন একটি সন্ধিক্ষণে আছি। আমাদের নেওয়া সিদ্ধান্তগুলি নির্ধারণ করবে যে হাজার হাজার শিশু বেঁচে থাকবে নাকি মারা যাবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই অঞ্চলে অনাহারে মৃত্যুর সংখ্যা ১৬২ জন, যার মধ্যে ৯২ জনই শিশু।
উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১৮,০০০ এরও বেশি শিশু। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে, যাদের বেশিরভাগই মৃত বলে ধারণা করা হচ্ছে।







