মুক্তির পর থেকে ৭ দিনের মধ্যে ১ কোটির বেশি মিনিট স্ট্রিমিং হয়েছে আইস্ক্রিনের অরিজিনাল সিরিজ ‘আমি কী তুমি’। প্রথম অরিজিনাল কন্টেন্টে এমন সাড়ায় আপ্লুত আইস্ক্রিন পরিবার।
বৃহস্পতিবার দুপুরে আইস্ক্রিন থেকে জানানো হয়, ৭ দিনে ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’র জন্য অভূত সাড়া পেয়েছেন। কোটির বেশী মিনিট স্ট্রিমিং হওয়ার পাশাপাশি দর্শকের কাছ থেকে দারুণ ফিডব্যাক পেয়েছেন।
এদিকে ২৭ জুলাই আইস্ক্রিনে ‘আমি কী তুমি’ স্ট্রিমিং হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় রীতিমত হুড়োহুড়ি। বেশীর ভাগই সিরিজটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। চলচ্চিত্র ও নাটকের গ্রুপগুলোতে সিরিজটি নিয়ে বেশকিছু ইতিবাচক রিভিউ চোখে পড়েছে।
আট পর্বের রহস্য সিরিজটিতে কল্প জগতের বিষয়টি দারুণভাবে স্পর্শ করেছে এই সময়ের দর্শকদের। যেখানে বাংলাদেশের পাশাপাশি প্যারালাল অন্য আরেকটি জগত দেখানো হয়েছে। যার নাম ‘সিগমা বাংলাদেশ’। যার জাতীয় ফল ‘করলা’। সেই করলা আবার খেতে নাকি মিষ্টি! যেখানে পকেটে টাকা না থাকলে ফ্রি বুথ থেকে চাইলে টাকা পাওয়া যায়। কেউ ইভটিজিং করার কথা চিন্তা করলে অটোমেটিক শকড খায়!
সিরিজে দেখানো ‘সিগমা বাংলাদেশ’ নিয়ে অসংখ্য মন্তব্য, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়! এসব কারণে প্রতিনিয়ত কৌতূহলী হয়ে উঠছেন দর্শক।
সিরিজের মূল চরিত্র তিথি নামের একজন মেয়ে। যার জীবনের একটাই লক্ষ্য; আর তা হলো সিনেমার নায়িকা হওয়া। শহরে একের পর এক ঘটতে থাকা নারী হত্যা এবং সিনেমায় কাজ করার ব্যাপারে পরিবারের চাপ কোনো কিছুই তার পথের কাঁটা হতে পারে না। কিন্তু একদিন রহস্যময় ক্রিস্টাল বৃষ্টির পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তিথির জীবনে। শুধু তাই নয়, পুরো জীবনের মানেটাই বদলে যায় তিথির কাছে।
এমনই রহস্যে মোড়া জীবনচরিতের চারপাশ জুড়ে চিত্তাকর্ষক এক আবহের সৃষ্টি করা হয়েছে আকাশের গায়ে সবুজ বলয়রেখা দেখিয়ে। দৃশ্যটি দর্শকদের মনে একটাই সম্ভাবনার উদয় ঘটায়; আর তা হচ্ছে পৃথিবীতে এলিয়েন আগ্রাসন। কিন্তু তার সত্যতা এই প্রথম সিজনেই যাচাই করা হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজনের জন্য।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আরও আছেন শ্যামল মাওলা, সাদিয়া ইসলাম মৌ, জুনায়েদ বোকদাদি, ফজলুর রহমান বাবু, আবদুল্লাহ আল সেন্টু, ওয়াহিদা মল্লিক, তারিক আনাম খান, আনোয়ার শাহী ও রফিউল কাদের রুবেল।







