চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৮ ছক্কায় আজমীরের ৮০

প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারছিলেন না প্রথম বিভাগ ক্রিকেট লিগে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান আজমীর আহমেদ। অবশেষ জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে হাসল তার ব্যাট। রাজশাহীতে সিলেটের বিপক্ষে ঢাকা মেট্রোর এ ওপেনার ৮ ছক্কা ও ৪ চারে খেলেছেন ৮০ রানের ইনিংস।

ক্যারিয়ারের তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচে দ্বিতীয় ইনিংসে প্রথম ফিফটির দেখা পাওয়া আজমীর ৮০ রান করেন ১১৩ বল খেলে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আড়াই বছর আগে প্রথম বিভাগে ১৬৮ বলে ১৬ চার ও ১৬ ছক্কায় ২২২ রান করেছিলেন আজমীর। পরে ইমার্জিং এশিয়া কাপ খেলেছেন দেশের জার্সি গায়ে। ছিলেন এইচপি ক্যাম্পে। কিন্তু প্রত্যাশার ছাপ ফেলতে পারছিলেন না কোথাও।

ঘরোয়া ৫০ ওভার ক্রিকেটে দেশের প্রথম ও একমাত্র ডাবল সেঞ্চুরিয়ানকে ছন্দে দেখা গেল অনেকদিন পর।

ম্যাচটিতে ৭৩ রানে অপরাজিত আছেন মেট্রো অধিনায়ক মার্শাল আইয়ুব। দুই ফিফটিতে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪৫। ৬ উইকেট অক্ষত রাখা দলটির লিড ২০৫ রানের।

দ্বিতীয় স্তরের ম্যাচটিতে শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। জবাবে অমিত হাসানের সেঞ্চুরিতে ৩৫১ রান করে সিলেট।