চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৭২ ঘণ্টায় মদের জন্য দশ হাজার অনলাইন অর্ডার, সার্ভিস আপাতত বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে মদের অনলাইন অর্ডার শুরু হবার ৭২ ঘণ্টায় ১০,০০০-এর বেশি সুরাপ্রেমী মদের অর্ডার দিয়েছেন। আর তাদের সেই অর্ডার সরবরাহ করতে রীতিমতো ঘাম ছুটে গেছে দায়িত্বে থাকা আবগারি দফতরের। আপাতত অনলাইন অর্ডার নেয়া বন্ধ রেখেছে তারা।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের কারণে তৃতীয় দফার লকডাউন প্রথম দিন থেকেই মদ বিক্রি শুরু হয়েছে। ভারতের অন্যান্য প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও মদের দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়েছে। অধিকাংশ জায়গায় সামাজিক দূরত্বের বিধি না মেনে মদ কেনার জন্য ব্যাকুল হয়ে ওঠেন মানুষ। এই অবস্থায় মদের দোকানে ভিড় এড়াতে অনলাইনে মদের অর্ডার দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। তা ক্রেতাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়।

সেই ব্যবস্থা চালুর প্রথম দু’দিনেই ১০,০০০ অর্ডার দেয়া মানুষের বাড়িতে কীভাবে মদ পৌঁছে দেওয়া হবে, তা ভেবেই অস্থির রাজ্যের আবগারি দফতর। সেজন্য আপাতত অনলাইনে মদের অর্ডার দেওয়া বন্ধ রাখা হয়েছে।

আবগারি দফতর সূত্রে খবর, যারা এখন পর্যন্ত অনলাইনে অর্ডার করেছেন, শুধু তাদের বাড়িতে মদ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আবার নতুন করে অর্ডার নেওয়া হবে।