চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৬ বছর নিষিদ্ধ নুয়ান জয়সা

শ্রীলঙ্কার সাবেক পেসার ও কোচ নুয়ান জয়সাকে সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ মেলে আরও আগেই। এবার আনুষ্ঠানিকভাবে শাস্তির মেয়াদ ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে। আইসিসির দুর্নীতি দমন শাখা তিনটি ধারায় জয়সাকে দোষী সাব্যস্ত করেছে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আইসিসির দুর্নীতি বিধির ২.১.১, ২.১.৪ ও ২.৪.৪ ধারা ভঙ্গ করেছেন তিনি। এই ধারা অনুযায়ী তিনি নিজেই ম্যাচ ফিক্সিং করেছেন কিংবা দলের অন্য কাউকে প্রস্তাব দিয়েছেন অথবা দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করেছেন।

২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে একটি টি-টুয়েন্টি ম্যাচে ফিক্সিংয় জড়িত থাকার অভিযোগে নুয়ান জয়সাকে ২ বছর আগে নিষিদ্ধ করে আইসিসি। বর্তমানে দোষী সাব্যস্ত হওয়ার পর নিষেধাজ্ঞা বহাল থাকছে।

শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জয়সা। ২০১৫ সাল থেকে লঙ্কান ক্রিকেটের সঙ্গে বোলিং কোচ হিসেবে যুক্ত থেকেছেন তিনি।