চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৬৮ ফুট পতাকায় বিজয়ের উল্লাস

মিছিল নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মূল ভুখন্ডে প্রবেশ করে নতুন নাগরিকত্ব পাওয়া বাংলাদেশের হয়ে যাওয়া ছিটমহলের মানুষেরা। এই মানুষগুলোকে এতোদিন নিজেদের পরিচয় গোপন করে থাকতে হতো, তাই আজ তারা পেয়েছেন বিজয়ের আনন্দ।

রোববার ভোরের আলো ফোটার সাথে সাথে মিছিল নিয়ে পাটগ্রাম উপজেলা পরিষদ মাঠে আসতে থাকেন বাংলাদেশের মূল ভূখন্ডের অংশ হয়ে যাওয়া ছিটমহলের নাগরিকরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বের করা হয় বিজয় মিছিল। এ বিজয় মিছিলে অংশ নেয় পাটগ্রামের স্থানীয় জনপ্রতিনিধিরাও।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ছিটমহল চুক্তি বিনিময়ের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সাধুবাদ জানান।

বিজয় মিছিলের আয়োজকরা জানান দিয়েছে তারাও এখন বাংলাদেশের নাগরিক। কয়েক হাজার বাংলাদেশের নতুন নাগরিক অংশ নেয় বিজয় মিছিলে।

এতোদিন পরিচয় গোপন করে আসতে হতো আর এখন আসতে পারছেন নির্বিঘ্নে। কিশোর, তরুণ, বৃদ্ধ সব বয়সের মানুষ এতে অংশ নেয়।

দেশে ফেরা নাগরিকরা জানায়, এতোদিন তারা একটি বন্দিশালার ভেতর ছিলো। তারা কর্মক্ষেত্রে অংশ নিতে পারেনি। আমরা এ চুক্তিকে স্বাগত জানাই। এর জন্য আমরা গর্বিত। 

৬৮ বছরের গ্লানি মুছে দিতে বিজয় মিছিলে ছিলো ৬৮ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে।

লালমনিরহাটের পাটগ্রামের মতোই বাংলাদেশের অংশ হয়ে যাওয়া অন্য ছিটমহলগুলোতেও বের করা হয় এমন বিজয় মিছিল।