চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৬৫ জনের মৃত্যুর দিনে বেড়েছে সংক্রমণ

করোনাভাইরাস

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৪৮তম দিনে ৬৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৬৯।

একদিনে মৃত্যুর হিসেবে এটি সর্বশেষ ৮২ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৬ জুন করোনায় ৬০ জন মারা গিয়েছিলেন। এই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭১০ জন। যা গতকালের থেকে কিছুটা বেশি। গতকাল রোববার নতুন সংক্রমিত ছিলেন ১ হাজার ৭৪৩ জন।

গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৭ হাজার ৫৯৫টি পরীক্ষায় ২ হাজার ৭১০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।

এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ।