চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৬০০ পরিবারকে কোয়াবের খাদ্য সহায়তা

ঢাকায় বসবাসরত ৬০০ দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে বিতরণ করা হয় চাল-ডালের বস্তা।

‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ নামক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাইমুর রহমান দুর্জয়, সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, আতহার আলী খান, সানোয়ার হোসেন, সেলিম শাহেদসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় গত মাসে সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠকদের নিয়ে জরুরি তহবিল গঠন করে কোয়াব। সেখান থেকে ১৭ লাখ ৩ হাজার টাকা বণ্টন করা হয় সারা দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ৩৯৬ জন ব্যক্তির মাঝে, যারা করোনাকালে অসহায় অবস্থার মধ্যে আছেন।

যাদের মধ্যে ছিলেন সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান, নেট বোলার, টিম বয়। টাকা পাঠানো হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।