চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৫ পাকিস্তানিসহ সাকা’র সব সাফাই সাক্ষীর সমন জারির আবেদন খারিজ

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ৫ পাকিস্তানিসহ মোট ৮ জন সাফাই সাক্ষীকে সমন জারি করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এই আবেদন খারিজ করেন।

এই সময় প্রধান বিচারপতি বেশ কিছু বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, সাক্ষী বিচারিক আদালতেই দেওয়ার কথা, মামলার এই পর্যায়ে এসে এমন আবেদন করা সম্ভব না।

এসময় বিচারপতি আরো প্রশ্ন তোলেন. সালাউদ্দিন কাদের চৌধুরী নাকি পাকিস্তানে পড়াশোনা করে এসেছেন, আরো নানান জায়গায় পড়াশোনার কথা তিনি বলেছেন,  কিন্তু সেসব জায়গার কোনো সার্টিফিকেট দেখাতে পারেনি। তিনি নানান জায়গার আইন দেখালেও তার পড়ালেখার কোনো প্রমাণ দিতে পারেনি।

১৪ অক্টোবর আপিল বিভাগে পৃথকভাবে রিভিউ আবেদন করেন বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদ। পরদিন আবেদন দু’টির দ্রুত শুনানির দিন ধার্যের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

২০ অক্টোবর রিভিউ শুনানির দিন ২ নভেম্বর ধার্য করেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালত।