চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৫১ দেশের ২২ হাজার আইএস সদস্যের তথ্য ফাঁস

৫১টি দেশের প্রায় ২২ হাজার আইএস সদস্যের নাম, ঠিকানা, ফোন নম্বর ও তাদের পরিবারের তথ্য ফাঁস করেছে সংগঠনটির সাবেক সদস্যরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই নিউজের কাছে তারা ওইসব তথ্য তুলে দিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আইএসের আন্তঃনিরাপত্তা পুলিশের তথ্যভাণ্ডার থেকে তথ্যগুলো চুরি করেছে সাবেক সদস্যরা। ফাঁস হওয়া তথ্য আরবিতে লেখা এবং এতে আইএসের লোগো ব্যবহার করা হয়েছে।

ওই তালিকায় নাম থাকা আইএস সদস্যদের মধ্যে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নাগরিকরা রয়েছে।

তথ্য ফাঁসের খবরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, এমআই-সিক্স এর গ্লোবাল টেরোরিজম অপারেশন্স বিভাগের সাবেক পরিচালক রিচার্ড ব্যারেট বলেছেন, আইএসে যোগ দেয়া জঙ্গিদের ব্যাপারে জানতে এ তথ্য বিশেষ সহায়তা করবে।