চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘৪৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে’

কোরবানির পর পশুর বর্জ্য অপসারণ অভিযান শুরু করেছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বেশিরভাগই বর্জ্য নগরবাসী পরিস্কার করে ফেলায় ধন্যবাদ জানিয়ে দুই মেয়র বলেছেন, বাকি বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।

ঈদুল আযহার নামাজের পরপরই পশু কোরবানি দেয়া শুরু করেন মুসলমানরা। পশুর বর্জ্য অপসারণ করে শহর পরিস্কার করতে আগেই ৪৮ ঘণ্টার প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকার দুই মেয়র। সে অনুযায়ী দুপুর থেকেই পুরনো ঢাকার ধোলাইখাল থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

দুপুর দুইটায় উত্তরা থেকে বর্জ্য অপসারণ অভিযান শুরু করেন উত্তরের মেয়র আনিসুল হক। নগরবাসী সচেতন হওয়ায় পশু বর্জ্যর বেশিরভাগই তারা পরিস্কার করে ফেলেছেন বলে জানান তিনি।

বর্জ্য অপসারণে বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী দিনরাত কাজ করবেন বলে জানান উত্তরের মেয়র।