চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৩৩০৮ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রায় ৩ হাজার ৩০৮ কোটি টাকা ব্যয় ধরে ৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ২৪৫ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২১ কোটি টাকা এবং বিদেশি ঋণ ২ হাজার ৪২ কোটি টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো-  মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প । ২০২১ থেকে ২০২৫ এই ৫ বছর মেয়াদে প্রকল্পটির ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৮শ ৮২ কোটি টাকা।