চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

২৯তম স্প্যানে পদ্মা সেতুর ৪ কিলো মিটারের বেশি দৃশ্যমান

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে সোমবার বেলা ১১ টার দিকে পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হল।

২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় এ স্প্যানটি বসানো হল। বাকী রইল আরও ১২ টি স্প্যান। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আগের দিন রোববার সকাল ৮ টার দিকে লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান-ই। কয়েক ঘন্টা ব্যবধানের মধ্যে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে স্প্যান নিয়ে পৌছে যায় ভাসমান ক্রেন। পরে সোমবার সকাল ৮ টার দিকে সেতুর ১৯ ও ২০ পিলারের উপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দীর্ঘ প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় বেলা ১১ টার দিকে নির্ধারিত পিলারের উপর স্প্যানটি বসাতে সক্ষম হন প্রকৌশলীরা।

পদ্মা সেতুর ৪২ টি পিলারের উপর ৪১ টি স্প্যান বসানো হবে। ৪২ পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। ৪১ টি স্প্যানের মধ্যে ইতোমধ্যে ৩৯ টি স্প্যান পদ্মা সেতু প্রকল্প এলাকায় পৌছলেও বাকী ২ টি স্প্যান চীনে রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়।