চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিলেন ৩০ হাজার ৯০০ মানুষ

দেশে রোববার করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ৩০ হাজার ৯০০ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে

এর মধ্যে সিনোফার্মের ৪৪৪ ডোজ (প্রথম) এবং ৩০৪ (দ্বিতীয় ডোজ), ফাইজারের ৬ ডোজ (প্রথম) ও ১৫০ (দ্বিতীয় ডোজ), মডার্নার রয়েছে ২৯ হাজার ৯৯৬ ডোজ (প্রথম ডোজ)

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত কোভিডশিল্প ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

এখন পর্যন্ত ফাইজারের ভ্যাকসিনের মোট প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫০ হাজার ২২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ ২৮৮।

১৩ লাখ ২৬ হাজার ২১২ প্রথম ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭হাজার ৫৯১। মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩ লাখ ৩ হাজার  ৯০৪ ডোজ।

তাছাড়া টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৪৪৫ জন।