চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২৩ বছর পর আবার শুরু সুতাবাড়িয়া সেতুর নির্মাণ কাজ

প্রায় ২৩ বছর পর পটুয়াখালীর দশমিনায় সুতাবাড়ীয়া নদীর ওপর অসমাপ্ত সেতুর নির্মাণ কাজ আবার শুরু হয়েছে। ১৯৯৮ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও পরে বন্ধ হয়ে যায়।

এত বছর পর জনগুরুত্বপূর্ণ সেতুটির কাজ শুরু হওয়ায় আশা জেগেছে স্থানীয়দের মাঝে।

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউপিসি হতে কোটখালী বাজার সড়কের সুতাবাড়ীয়া নদীর উপর প্রায় চার’শ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।

পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জি এম সাহাবুদ্দিন জানান, সেতুর কাজ দ্রুতগতিতে চলছে। ২০২৩ সালের জুন মাসের মধ্যেই এর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এলাকাবাসী বলছেন, সেতুটি নির্মিত হলে খেয়া পারাপারের বিড়ম্বনাসহ দীর্ঘ দিনের ভোগান্তি অবসান হবে। তাই নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

সেতুটি নির্মিত হলে ৪ টি উপজেলা, ২৫ টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ সরাসরি যোগাযোগ সুবিধার আওতায় চলে আসবে। পাশাপাশি সেতুটি দেশের কৃষি ব্যবস্থাপনা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।