চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

২৩ দেশের লক্ষ লক্ষ লোক জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে

আমেরিকার বিভিন্ন দেশে বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়ছে মশাবাহিত রোগ জিকা ভাইরাস। কিছুদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৪০ লাখে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই জরুরি টিম গঠন করেছে ডব্লিউএইচও। ড. মার্গারেট চ্যান জানিয়েছেন ইতোমধ্যেই ২৩টি দেশসহ বেশ কয়েকটি অঞ্চলে তা ছড়িয়ে পড়েছে।

আশু করণীয় ঠিক করতে বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় জরুরি বৈঠক ডেকেছেন ড. চ্যান।

ডেঙ্গু রোগের ভাইরাস বহন করা এডিস মশা জিকা ভাইরাস বিস্তারের জন্য দায়ী। এর কোনো প্রতিষেধক বা টিকা এখনো আবিষ্কৃত হয় নি।