চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, হাতে ৮ উইকেট

পর্যাপ্ত আলো থাকার পরও দিনের খেলা পুরোটা না হওয়ায় অসন্তুষ্ট দেখা গেল মুমিনুল হককে। আম্পায়ারের সঙ্গে কথা বলছিলেন বিষয়টি নিয়ে। পড়ন্ত বিকেলে আর কয়েকটি ওভার বোলিং করার সুযোগ পেলে হয়ত কাজে লাগানো যেত। দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার আর একটি-দুটি উইকেট নিতে পারলে বাংলাদেশের অবস্থান ভালো হতো।

২ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কা আপাতদৃষ্টিতে এগিয়েই আছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। ৮ উইকেট হাতে রেখে সফরকারীরা পিছিয়ে ২২২ রানে। অধিনায়ক দিমুথ করুনারত্নে ৭০ রানে অপরাজিত আছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

অথচ এ বাঁহাতি আউট হতে পারতেন ৩৭ রানে। শর্ট লেগে সহজ ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। শেষ বিকেলে সাকিব আল হাসান কুশল মেন্ডিসের (১১) উইকেট তুলে নিলে নাইটওয়াচম্যান হিসেবে কাসুন রাজিথাকে নামায় শ্রীলঙ্কা। ১১ বল খেলে উইকেট অক্ষত রেখে তিনি শেষ করেছেন দিন।

প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। ৯৫ রানের ওপেনিং জুটি গড়ে দিয়ে ওশাধা ফার্নান্দো আউট হন ইবাদত হোসেনের বলে। ক্যাচ দেন স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে। খেলেন ৫৭ রানের ইনিংস।

প্রথম ইনিংসে লিটনের ১৪১ ও মুশফিকের অপরাজিত ১৭৫ রানে ভর করে ৩৬৫ রান তুলেছে বাংলাদেশ।