চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২১১ করে থামলেন জাকির

ডাবল সেঞ্চুরির হাতছানিতে শুরু হয়েছিল জাকির হাসানের দিন। সেই মাইলফলকে পৌঁছে ২১১ রানে থেমেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে আগের দিনের করা ১৫৬ রানে শুরু করে দ্বিতীয় দিনে আরও ৫৫ রান যোগ করে আউট হন তিনি, শুভাগত হোমের বলে তানবীর হায়দারকে ক্যাচ দিয়ে।

জাকিরের ৩২০ বলের ইনিংসে চারের মার ২৩টি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তার ডাবলে রানের পাহাড় গড়ছে ইস্ট জোন। সেন্ট্রাল জোনের বিপক্ষে ৫০০ পেরিয়ে গেছে দলটির সংগ্রহ।

প্রথম শ্রেণির ক্রিকেটে জাকিরের এটি প্রথম ডাবল। আগের সেরা জাতীয় লিগে করা ১৩৭ রানের ইনিংস।

মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বিকেএসপির ছাত্র জাকিরের। ২০ বছরে পা রাখার আগেই পরিণত এক পারফর্মার। কৈশোরেই প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পাওয়া জাকির রানের ফল্গুধারা ছুটিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। ক্যারিয়ারের প্রথম বিসিএল রাঙান সেঞ্চুরিতে। এক ম্যাচ ব্যবধানে তৃতীয় রাউন্ডে ডাবল ছুঁলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।