চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১৯ মাস পর তামিমের সেঞ্চুরি

ঝলমলে এক ফিফটির পর দাপটে সেঞ্চুরির ঘরে, পথে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে নাম লেখানো, সিলেটে তামিম ইকবাল যা-যেভাবে করতে চাইছেন, যেন সেটাই ঘটছে। বাঁহাতি ওপেনারের মাইলফলকের দিনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহের মঞ্চ গড়েছে বাংলাদেশ।

কিছুদিন সমালোচনার মধ্যে কেটেছে তামিমের। টি-টুয়েন্টি, ওয়ানডেতে টেস্টের মতো ব্যাটিং করে যাচ্ছিলেন। বড় রানও আসছিল না। মঙ্গলবার সিলেটে সব সমালোচনার জবাব ব্যাটেই দিলেন ১০৬ বলে শতক ছোঁয়া টাইগার ওপেনার, ১৪ চারে ইনিংস গড়ে। ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরি।

১৯ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন তামিম। ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের তৃতীয় ওয়ানডেতে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। পরে আরও পাঁচটি ফিফটির দেখা পেলেও তিনঅঙ্ক ছুঁতে পারছিলেন না। দুবার ৮০-এর ঘর পেরিয়েছিলেন, সর্বোচ্চটি অপরাজিত ৮১ রানের।

বাংলাদেশ-২০৫/৩ (৩৮)

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফী বিন মোর্ত্তজা। উদ্বোধনীতে ৩৮ তুলে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে শুরু তামিম-লিটনের। ছন্দপতন ঘটে লিটনের দুর্ভাগ্যজনক রান আউটে।

তামিমের সোজা ব্যাটে খেলা বল বোলার কার্ল মুম্বা ফলো থ্রুতে ধরতে চেষ্টা করলে তার হাতে লেগে দিক পাল্টে এলোমেলো করে দেয় ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প। অনেকটা বেরিয়ে আসা লিটন আর ফিরতে পারেননি। ১৪ বলে ৯ রানে থামতে হয় তাকে।

পরের আউটটিও দুর্ভাগ্যজনক। শান্তকে রান আউটে ফিরতে হয় তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। মাধেভেরের বল ফাইন লেগে ঠেলে রান নিতে চেষ্টা করেননি শান্ত, কিন্তু তামিম ছুটে পৌঁছে যান ব্যাটিং প্রান্তে। প্রায় অসম্ভব রানকে রানে পরিণত করার তাড়াহুড়ো করেন তামিম, মাশুল গুণে সাজঘরের পথ ধরতে হয় শান্তকে। ১০ বলে ৬ রানে থামে তরুণ বাঁহাতির পথচলা।

খানিক পরেই ফিফটি তুলে নেন তামিম। ৪২ বলে ৫০ ছুঁয়েছেন। যার মাঝে ৪০ এসেছে ১০ চারে। মুশফিকুর রহিমকে সঙ্গী করে দলীয় সংগ্রহ একশোর ওপারে টেনে নেন, দুই সিনিয়রের জুটিতে আসে দ্রুতগতির ৮৭ রান।

দারুণ খেলতে থাকা মুশফিক ছয় মারতে যেয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়েছেন। ফেরার আগে ৬ চারে ৫০ বলে ৫৫ রান জমিয়েছেন নামের পাশে। সেঞ্চুরি পূর্ণ করে তামিম ছুটছেন মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে।