চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

১৭ দলের চেয়ে মেসি-সুয়ারেজের গোল বেশি

নেইমার থাকতে বার্সেলোনার ‘এমএসএন’ জুটি একের পর এক রেকর্ড গড়েছে। ব্রাজিলিয়ান তারকা চলে গেছেন, কিন্তু থেকে যাওয়া ‘এমএস’ রসায়নে মরিচা পড়েনি, যেন আরও জমেছে। চলতি মৌসুমের অর্ধেক পেরিয়ে মেসি-সুয়ারেজের মিলিত গোলের সমান গোল যে করতে পারেনি লা লিগার ১৭টি দল মিলেও।

রোববার রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া করেন মেসি ও সুয়ারেজ। লিগের ২০ ম্যাচে দুজনে গোল করেছেন ৩৪টি। এরমধ্যে আর্জেন্টাইন মহাতারকার ১৯ গোলের সঙ্গে উরুগুইয়ান তারকা জাল খুঁজে নিয়েছেন ১৫ বার। আর বার্সা মৌসুমে মোট গোল করেছে ৫৪টি।

মেসি-সুয়ারেজের সম্মিলিতের চেয়ে বেশি গোল করা লা লিগার তিন দল ভ্যালেন্সিয়া, রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগো। পয়েন্ট তালিকার তিনে থাকা ভ্যালেন্সিয়ার গোল ৪১, চারে থাকা রিয়াল ৩৯ ও সাত নম্বরের সেল্টা ভিগোর গোল ৩৫। আর রিয়াল সোসিয়েদাদ করেছে মেসি-সুয়ারেজের সমান ৩৪ গোল।

পিচিচি পুরস্কারের (লা লিগার এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ গোল) দৌড়েও এগিয়ে আছেন বার্সার দুই তারকা। মেসি (১৯) ও সুয়ারেজের (১৫) পর এ মৌসুমে লা লিগায় তৃতীয় সর্বোচ্চ গোল সেল্টার ফরোয়ার্ড থিয়াগো আসপাসের।