চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১৬ ডিসেম্বর যাত্রা শুরু করবে ডট বাংলা ডোমেইন

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলা ডট বাংলা ডোমেইন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, এর মধ্য দিয়ে সাইবার ওয়ার্ল্ডে বাংলা ভাষা প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে।

‘বাংলা’ ডট বাংলা ডোমাইন এর যাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ডট বাংলা ডোমেইন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ।

ইন্টারনেটে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করবে এই ডোমেইন। প্রতিমন্ত্রী বলেন, বাংলা ডোমেইন ব্যবহারের খসড়া নীতিমালা এবং মূল্য নির্ধারণ করা হয়েছে।

রেললাইন এবং সড়ক পথে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নভেম্বর থেকে দেশব্যাপি প্রচারণা শুরুর কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ।