চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১৫৫ বছর পর কারাগারে সকালের নাস্তায় পরিবর্তন

১৮৬৪ সাল থেকে কারাগারে বন্দীদের সকালের নাস্তায় একটা রুটি ও এক টুকরো গুড় দেয়া হতো। বর্তমান সরকার জেলখানায় বন্দীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে সবার আগে পরিবর্তন আসে সকালের নাস্তার।

১৫৫ বছর পর এই নাস্তার পরিবর্তন আসে। সরকারের ঘোষণা অনুযায়ী এখন বন্দীদের ২ দিন খিচুড়ি, ৪ দিন সবজি রুটি ও ১ দিন হালুয়া-রুটি দেয়া হবে।

সরকারের এই পরিবর্তনে খুশি জেলখানার বন্দীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের মধ্যে খিচুড়ি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম সূচনা করেছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের পক্ষে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেল সুপার মোঃ বজলুর রশিদ আখন্দ। কারাবন্দীরা এই পরিবর্তন ও নতুন নাস্তা পেয়ে খুশি বলে জানিয়েছেন জেল সুপার।