চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১৩৮ মামলা নিয়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ১৩৮টি মামলার আসামি হলেও তার  মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়েছে। ধানের শীষের এই প্রার্থীর নাম এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার মনোননয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা এসব তথ্য জানান।

এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন বৈধ বলে গৃহীত হয়েছেন। এখান থেকে ১৫ জন প্রার্থীর ৩ জনের মনোনয়ন বাতিল হয়, ১ জনের স্থগিত রয়েছে।

এই আসনে বৈধ গণ্য হওয়া অন্যরা হলেন- মোহাম্মদ আনোয়ার হোসেন (ইসলামি আন্দোলন বাংলাদেশ), এস এম শাহাদাত (জাগপা), আব্দুল মোমেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মাসুম বিল্লাহ (এনপিপি), মোহাম্মদ রফিকুল ইসলাম (প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি), মেজর আমিন আহমদ আফসারি (গণফোরাম), শেখ শহিদুজ্জামান (বিএনএফ), রেজাউক ইসলাম স্বপন (মুসলিম লীগ), মোঃ আতিকুর রহমান নাজিম।

এই আসন থেকে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- শহিদউদ্দীন মাহমুদ, সাইফুদ্দিন আহমদ খন্দকার (খেলাফত মজলিস), নাজমুল হক বাবু (স্বতন্ত্র)।

আর স্থগিত রয়েছেন আ ন হ আক্তার হোসেন (বিএনপি)।

ঢাকা মহানগরীর ১৫ আসনের বাছাই শুরু হয় রোববার সকাল ৯ টা থেকে। শেষ হয় বিকেল ৫টায়।

৫ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আবেদন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।